এম ফিল ও পিএইচ ডি ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয় এম ফিল ও পিএইচ ডি ভর্তি তথ্য  ২০২০-২০২১। জাতীয় বিশ্ববিদ্যালয় এম ফিল ও পিএইচ ডি  ভর্তি সার্কুলার 2020-21 প্রকাশিত হয়েছে । এম ফিল ও পিএইচ ডি  ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions তে প্রকাশ করা হয়েছে । ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এম ফিল ও পিএইচ ডি ভর্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ।

জাতীয় বিশ্ববিদ্যালয় এম ফিল ও পিএইচ ডি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

এম ফিল ও পিএইচ ডি ভর্তি বিজ্ঞপ্তিটি ০৩/০৮/২০২০ তারিখে প্রকাশ করা হযেছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এম ফিল ও পিএইচ ডি প্রোগ্রামে নির্ধারিত কিছু বিষয়সমূহে পূর্ণকালীন গবেষক ভর্তির জন্য অন-লাইনে দরখাস্ত আহবান করা হযেছে। আপনার আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিষয়ক ওয়েবসাইট nu.ac.bd/admissions) এর মাধম্যে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে  এন ইউ এম ফিল ও পিএইচ ডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১০/০৮/২০২০ । অনলাইন-এ আবেদন গ্রহণ চলবে ১২/০৯/২০২০পর্যন্ত।

এম ফিল ও পিএইচ ডি ভর্তি বিজ্ঞপ্তি টাইমলাইন

আবেদন শুরুর তারিখ ১০ আগস্ট ২০২০
আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২০
আবেদন ফি ৭৫০ টাকা।
সোনালী সেবার টাকা জমাদান ১৩ আগস্ট ২০২০ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ০১ অক্টোবর ২০২০
মেধাতালিকা প্রকাশ ০৮ অক্টোবর ২০২০
ভর্তির তারিখ ১২ অক্টোবর ২০২০ থেকে ১৯ অক্টোবর ২০২০
কোসওয়াক/গবেষণা কার্যক্রম শুরুর তারিখ ২০ অক্টোবর ২০২০

বি.দ্র. ZOOM অ্যাপের মাধ্যমে প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ও পরিস্থিতি বিবেচনা পূর্বক অন-লাইন কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোসওয়াক পাঠ কার্যক্রম পরিচালিত হবে।

এন ইউ এম ফিল ও পিএইচ ডি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

এম ফিল ও পিএইচ ডি প্রোগ্রামে ভর্তির বিষয়সমূহ

গ্রুপ এম ফিল প্রোগ্রামে ভর্তির বিষয়সমূহ পিএইচ ডি প্রোগ্রামে ভর্তির বিষয়সমূহ
আটস বাংলা, আরবি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বাংলা, ইংরেজি, আরবি, পালি, সংস্কৃত,ইতিহাস, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,দর্শন ।
সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি। সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি , রাষ্ট্রবিজ্ঞান  ।
ন্যাচারাল সায়েন্স পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান
লাইফ এন্ড আর্থ সায়েন্স প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান। প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান,মৃত্তিকাবিজ্ঞান
বিজনেস স্টাডিজ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস,ম্যানেজমেন্ট স্টাডিজ,মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস,ম্যানেজমেন্ট স্টাডিজ,মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং
l

ভর্তির যোগ্যতা

এম ফিল ভর্তির ক্ষেত্রে পিএইচ ডি ভর্তির ক্ষেত্রে
সকল পরীক্ষায় ন্যনতম সিজিপিএ ২.৫০/দ্বিতীয় বিভাগ/ শ্রেণীসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৫০% নম্বর বা CGPA২.৫০ থাকতে হবে। এম ফিল / সমমানের ডিগ্রিধারী হতে হবে।
স্নাতক (পাস) সহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৫৫% বা CGPA ২.৭৫ নম্বর থাকতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস এম এ এস, এডভান্সড এম বি এ ডিগ্রিধারীগণও পিএইচ ডি প্রােগ্রামে ভর্তির জন্য আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবেন। উভয়ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে ন্যূনপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

অনলাইনে এম ফিল ও পিএইচ ডি  আবেদন  পদ্ধতি

  • প্রথমে আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions প্রবেশ করতে হবে।
  • পরে Master’s Tab এ গিয়ে Apply Now( M.Phil Ph.D) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে সংশ্লিষ্ট স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান)/মাস্টার্স পরীক্ষার রােল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, ব্যক্তিগত মােবাইল নম্বর ও ই-মেইল সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
  • সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে।
  • ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপাের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ হবে 120×150 pixels, Image Type: jpg, maximum file size:50Kb.

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।