জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ । জবি ভর্তি পরীক্ষা 2019-20 এর নোটিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.jnu.ac.bd এ প্রকাশ করা হয় । ভর্তি সার্কুলারের জবি ভর্তি যোগ্যতা, নম্বর বিভাজন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হল ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। এটি আমাদের দেশের রাজধানী ঢাকায় অবস্থিত। ২০০৫ সালে জগন্নাথ কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এটি বাংলাদেশের একটি ভাল অবস্থান এবং সমগ্র বিশ্বের র্যাঙ্কিংয়েও বেশ ভালোই করছে। এটি প্রধান শহরটিতে অবস্থিত হওয়ার কারণে অন্যান্য সুবিধাগুলি খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে আপনার পড়াশুনা চালিয়ে যেতে চান তবে আপনাকে তার জন্য আবেদন করতে হবে। এখানে আবেদন পদ্ধতির বিস্তারিত আমরা আলোচনা করব যাতে আপনাকে সাহায্য করতে পারি। শুধুমাত্র আমাদের সাথে থাকুন।
জবি ভর্তি টাইমলাইন |
---|
প্রাথমিক আবেদন শুরু : ০১ আগষ্ট ২০১৯
প্রাথমিক আবেদন শেষ : ২০ আগষ্ট ২০১৯ প্রাথমিক আবেদন ফি : ১০০/- + সার্ভিস চার্জ * প্রাথমিক বাছাই এর প্রার্থী সংখ্যা : পঁচিশ হাজার বাছাইকৃতদের পূনরায় আবেদন শুরু : ২৩ আগষ্ট ২০১৯ বাছাইকৃতদের পূনরায় আবেদন শেষ : ০২ সেপ্টেম্বর ২০১৯ দ্বিতীয় দফায় আবেদন ফি : ৬০০/- + সার্ভিস চার্জ * |
জবি ভর্তি পরীক্ষার সময়সূচী
ইউনিট/বিভাগ | তারিখ | বার | ১ম শিফট (সকাল) | ২য় শিফট (বিকাল) | মন্তব্য |
ইউনিট-৩ বাণিজ্য শাখা | ১৪/০৯/২০১৯ | শনিবার | ১০.০০টা-১১.৩০টা পর্যন্ত | ৩.০০টা-৪.৩০টা পর্যন্ত | বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজস্ব তত্ত্বাবধানে লিখিত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। আসন বিন্যাস যথা সময়ে জানানাে হবে। |
ইউনিট-২ মানবিক শাখা | ২০/০৯/২০১৯ | শুক্রবার | ১০.০০টা-১১.৩০টা পর্যন্ত | ৩.০০টা-৪.৩০টা পর্যন্ত | |
ইউনিট-১ বিজ্ঞান শাখা | ২১/০৯/২০১৯ | শনিবার | ১০.০০টা-১১.৩০টা পর্যন্ত | ৩.০০টা-৪.৩০টা পর্যন্ত | |
সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ | ২৯/০৯/২০১৯ তারিখ রবিবার থেকে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগে শুরু হবে। |
অনুষদ এবং ইউনিট পরিচিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ অনুষদ, ৩৬ টি বিভাগ এবং ২টি প্রতিষ্ঠান রয়েছে। সব বিভাগে সেমিস্টারে সিস্টেম অনুসরণ করে। নিম্নে তাদের নাম সহ উল্লেখ করা হলোঃ
লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ
- ফার্মেসী বিভাগ
- মাইক্রোবায়োলজি বিভাগ
- বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ
- রসায়ন বিভাগ
- প্রাণিবিদ্যা বিভাগ
- উদ্ভিদ বিজ্ঞানবিভাগ
- ভূগোল ও পরিবেশ বিভাগ
বিজ্ঞান অনুষদ
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
- গণিত বিভাগ
- পদার্থ বিজ্ঞান বিভাগ
- পরিসংখ্যান বিভাগ
- মনোবিজ্ঞান বিভাগ
বিজনেস স্টাডিজ অনুষদ
- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
- ফিনান্স বিভাগ
- মার্কেটিং বিভাগ
- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
সামাজিক বিজ্ঞান অনুষদ
- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
- অর্থনীতি বিভাগ
- ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ
- নৃবিজ্ঞান বিভাগ
- সমাজ বিজ্ঞান বিভাগ
- সমাজকর্ম বিভাগ
- লোক প্রশাসন বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
কলা অনুষদ
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- নৃবিজ্ঞান বিভাগ
- দর্শন বিভাগ
- ইতিহাস বিভাগ
- ইসলামিক স্টাডিজ বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- চারুকলা ও গ্রাফিক্স বিভাগ
- নাট্যকলা ও সংগীত বিভাগ
আইন অনুষদ
- আইন বিভাগ
- ভূমি আইন ও ব্যবস্থাপনা
ইউনিট পরিচিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তিনটি ইউনিট আছে। যথাঃ
১. ইউনিট ১ – বিজ্ঞান
২. ইউনিট ২- মানবতা
৩. ইউনিট ৩ – ব্যবসা অধ্যয়ন
চারটি বিভাগ রয়েছে যার জন্য আলাদা পরীক্ষার প্রয়োজন। তা হলোঃ
১. চারুকলা ও গ্রাফিক্স বিভাগ
২. নাট্যকলা বিভাগ
৩. সঙ্গীত বিভাগ
৪. ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ
ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা
- ২০১৯ সালের মধ্যে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইউনিট ১ (বিজ্ঞান শাখা) – বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনাল (এসএসসি) শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় অবশ্যই ৮.০০ পয়েন্ট এবং প্রতি পরিক্ষার জন্য ৩.০০ পয়েন্ট এ্রর কম হলে পরীক্ষার অনুমতি দেওয়া হয় না।
ইউনিট ২ (মানবিক শাখা) – মানবিক, সঙ্গীত, গার্হস্থ অর্থনীতি, মাদ্রাসার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় অবশ্যই ৭.০০ পয়েন্ট এবং প্রতি পরিক্ষার জন্য ৩.০০ পয়েন্ট এ্রর কম হলে পরীক্ষার অনুমতি দেওয়া হয় না।
ইউনিট ৩ (ব্যবসায় শিক্ষা শাখা) – ব্যবসা অধ্যয়ন ব্যবসা গবেষণা, ব্যবসায় গবেষণা ডিপ্লোমা, বাণিজ্য ডিপ্লোমার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় অবশ্যই ৭.৫০ পয়েন্ট এবং প্রতি পরিক্ষার জন্য ৩.০০ পয়েন্ট এ্রর কম হলে পরীক্ষার অনুমতি দেওয়া হয় না।
চারুকলা ও গ্রাফিক্স বিভাগ, নাট্যকলা বিভাগ, সঙ্গীত বিভাগ, ফিল্ম ও টেলিভিশন বিভাগের সব গ্রুপের ছাত্র এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিএফএ সার্টিফিকেট পেয়েছে এমন শিক্ষার্থীরা এবং এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ৭.০০ পয়েন্ট এবং প্রতি পরিক্ষার জন্য ২.৫০ পয়েন্ট এ্রর কম হলে পরীক্ষার অনুমতি দেওয়া হয় না।
জবি ভর্তি পরীক্ষা পদ্ধতি
ইউনিট-১, ২, ৩ এ মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাইকৃত পঁচিশ হাজার ছাত্রছাত্রীর লিখিত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। লিখিত পরীক্ষায় ৭২ নম্বর, এসএসসি থেকে ১২ নম্বর, এইচএসসি থেকে ১৬ নম্বর, মােট ১০০ নম্বর। ইউনিটসমূহে প্রত্যেক বিষয়ে লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন থাকবে ৬টি, প্রতিটি প্রশ্নের নম্বর ৪ করে প্রতি বিষয়ে মােট ৬×৪ = ২৪ নম্বর থাকবে এবং তিনটি বিষয়ে সর্বমােট নম্বর হবে ২৪x৩ = ৭২।
সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ -এ ৪টি বিভাগে সম্মিলিত লিখিত পরীক্ষা হবে না। শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক । নেয়া হবে। পরীক্ষার ধরন বিভাগ নির্ধারণ করবে। সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ -এ ৪টি বিভাগে নম্বর বণ্টন হবে নিম্নরূপ: এসএসসি থেকে ২০ নম্বর, | এইচএসসি থেকে ৩০ নম্বর, ব্যবহারিক এবং মৌখিক ৫০ নম্বর মােট ১০০ নম্বর।
জবি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ইউনিট ভিত্তিক আবেদন প্রক্রিয়া
১. জবি এর অফিসিয়াল ওয়েবসাইটটি ব্যবহার করুন – admission.jnu.ac.bd অথবা admissionjnu.info
২. ওয়েবসাইটে লগ ইন করুন
৩. এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড, পাশের বছর, মোবাইল নম্বর প্রদান করুন।
৪. তথ্য জমা দিন।
৫. আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন পরবর্তীতে ব্যবহারের জন্য এটি সংরক্ষণ করে রাখুন।
৬. আইডি ব্যবহার করে আপনাকে আবেদন ফি দিতে হবে।
৭. আপনি bkash, রকেট, surecash ব্যবহার করতে পারেন।
৮. প্রতি ইউনিট ১০০ টাকা জন্য ফি।
৯. 15KB এর মধ্যে আপনার রঙের ফটোগুলি 300 × 300 পিক্সেল এবং আপনার স্বাক্ষর 300 × 80 পিক্সেল স্ক্যান করে আপলোড করুন।
১০. কোটার জন্য আপনাকে তথ্য আপলোড করতে হবে। যদি আপনি এটি আবেদনের সময় উল্লেখ না করেন তবে আপনি এটি পরবর্তী কাজের সময় আর ব্যবহার করতে পারবেন না।
প্রাথমিক নির্বাচন
১। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি ইউনিটের জন্য ১০০ টাকা দেওয়ার আগে ৩০০০০ প্রার্থীকে নির্বাচন করব পরবর্তী লিখিত পরিক্ষার জন্য।
২। এটি চতুর্থ বিষয় সহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পূর্ণ নম্বর দ্বারা নির্বাচিত হবে। ত্রিশ হাজারেরও বেশি শিক্ষার্থী যদি একই নম্বরের অধিকারী থাকে তবে সবাই সুযোগ পাবে।
৩। আপনি এই প্রাথমিক নির্বাচিত প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট www.jnu.ac.bd এবং আপনার প্রদত্ত মোবাইল নম্বরে পেতে পারেন।
৪। লিখিত পরীক্ষায় নির্বাচিত হওয়ার পরে আপনাকে বিকাশ, শিউরক্যাশ বা রকেট এর মাধ্যমে ৫০০ টাকা আরও দিতে হবে।
৪। ফাইন আর্টস বিভাগের জন্য আপনাকে বিকাশ, শিউরক্যাশ বা রকেট এর মাধ্যমে ৪০০ টাকা আরও দিতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড করুনঃ
সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার পরে আপনার তথ্য চেক করুন। কারণ আপনি যদি চূড়ান্ত ভাবে জমা দিয়ে দেন তবে আপনি আপনার কোনও তথ্য পরিবর্তন করতে পারবেন না। তাই এটা সম্পর্কে সতর্ক হতে হবে। আপনাকে পরীক্ষার হলে এই প্রবেশপত্র নিয়ে যেতে হবে।
আসন পরিকল্পনা, পরীক্ষা হল এবং ফলাফল
১. পরীক্ষার তারিখ, সময় এবং আসন পরিকল্পনা জবি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে।
২. আপনি আপনার প্রদত্ত মোবাইল নম্বরে তথ্য জানিয়ে একটি এসএমএস পাবেন।
৩. আপনি সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া দ্বারা এই তথ্য পেতে পারেন।
৪. পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই প্রবেশপত্র সাথে করে নিয়ে আসতে হবে।
৫. ভর্তি কার্ডের ছবি এবং প্রার্থীর মুখ পরীক্ষার সাথে না মিললে পরিক্ষা বাতিল হবে।
৬. আপনি মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবেন না।
৭. পরীক্ষক যদি এটির কোনটি পেয়ে থাকেন তবে তারা এটি রেখে দিবে এ বং পরীক্ষার বাতিল করতে পারেন। তাই এটা সম্পর্কে সতর্ক থাকবে।
৮. ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট অনুযায়ী সিট
ইউনিট ১ – বিজ্ঞান (জীববিজ্ঞান ও আণবিক জীববিজ্ঞান – ৩০, মাইক্রোবায়োলজি – ৪০, ফার্মেসী – ৩৫, প্রাণিবিদ্যা – ৮০, উদ্ভিদবিদ্যা – ৮০, মনোবিজ্ঞান -৮০, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান – ৮০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জৈবপ্রযুক্তি – ৩০, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (সিএসই) – ৫০, রসায়ন – ৮০, পদার্থবিজ্ঞান – ৮০, গণিত – ৮০, পরিসংখ্যান – ৮০। মোট আসন ৮২৫)
ইউনিট ২- মানবিক (বাংলা – ৮০, ইংরেজি – ৮০, ইতিহাস – ৮০, দর্শনশাস্ত্র -৮০, ইসলামীক ইতিহাস ও সংস্কৃতি – ৮০, ইসলামিক স্টাডিজ – ৮০, শিক্ষা গবেষণা – ৫০, আধুনিক ভাষা – ৫০, ভূমি ব্যবস্থাপনা ও আইন – ৬০ , আইন – ৮০, সমাজবিজ্ঞান – ৮০, নৃতত্ত্ব – ৮০, অর্থনীতি – ৮০, রাজনৈতিক বিজ্ঞান – ৮০, জন প্রশাসন – ৮০, সামাজিক কাজ – ৮০, গণযোগাযোগ ও সাংবাদিকতা – ৮০। মোট আসন – ১২৭০)
ইউনিট ৩ – ব্যবসায় অধ্যয়ন (ফাইন্যান্স – ১০০, ম্যানেজমেন্ট স্টাডিজ – ১৬০, মার্কেটিং – ১০০, অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম – ১৬০। মোট আসন – ৫২০)
ফিল্ম ও টেলিভিশন – ৩০, নাট্যকলা – ৪০, সঙ্গীত – ৪০, চারুকলা ও গ্রাফিক – ৪০। মোট আসন ১৫০।
আমরা আশা করি আমাদের প্রদত্ত সব তথ্য আপনার জন্য সহায়ক হবে। আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমরা আপনাকে সঠিক এবং দ্রুত তথ্য জানতে সাহায্য করবো। ধন্যবাদ।