বর্ডার গার্ড নিয়োগ

বর্ডার গার্ড বাংলাদেশ  সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি:  বিজিবি সিপাহী নতুন নিয়োগ ৯৮ তম ব্যাচ ২০২১ এর ওয়েবসাইট www.bgb.gov.bd তে প্রকাশ করা হয় । অনলাইন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।

বর্ডার গার্ড বাংলাদেশ ৯৮তম ব্যাচে সিপাহী পদে নিয়োগ ২০২১

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯৮ তম ব্যাচে সিপাহী পদে ভর্তি বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে । সকল চাকুরী পিপাসুদের সিপাহী পদে ভর্তির জন্য বিজ্ঞপ্তি নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে টেলিটক প্রিপেইড মোবাইল হতে এম এম এস  প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশের একটি আধাসামরিক সংস্থা। এর কাজ হল মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর প্রধান কার্যালয় ঢাকার পিলখানায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেল্‌স (ইপিআর)।বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে এর নাম হয় ‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর)।২০০৯ সালে পুনরায় বর্ডার নাম পরিবর্তন করে রাখা হয় গার্ড বাংলাদেশ (বিজিবি)বর্ডার গার্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথম আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুসারে সিপাহী পদে শারিরীক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

  • প্রতিষ্ঠানঃ বর্ডার গার্ড বাংলাদেশ (bgb)
  • পদের নামঃ সিপাহী
  • আবেদন ফীঃ ১৫০/- টাকা
  • আবেদন শুরুঃ ১৫ অক্টোবর ২০২১
  • আবেদন পদ্ধতিঃ এসএমএস এর মাধ্যমে
  • আবেদনের শেষ তারিখঃ ২৪ অক্টোবর ২০২১

BGB সৈনিক / সিপাহী চাকরি বিজ্ঞপ্তি



বিজিবি চাকরি সার্কুলার ২০২১

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি সীমান্ত রক্ষাকারী বাহিনী। এই বাহনিটি সীমান্তের সুরক্ষা সহ দেশের সকল আভ্যন্তরীণ বিষয়ে কাজ করে  বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম। তিনি গত ২৮ মার্চ ২০১৮ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।

বেতন স্কেল ও সুবিধাঃ ৯,০০০-২১,৮০০/- এছাড়া সরকারি সকল সুযোগ সুবিধা।

বিজিবির সিপাহী ( জিডি ) পদের  জন্য যোগ্যতাঃ

শিক্ষাগত যোগ্যতা বয়স শারিরীক যোগ্যতা অনান্য যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি তে যথাক্রমে জিপিএ  ৩.০০ এবং ২.৫০ ফলাফল থাকতে হবে। (এটি পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য)

 

আবেদনকারীর বয়স ০৮-০৪ ২০২২ এ ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে।বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযােজ্য)

 

* পুরুষ প্রার্থীর উচ্চতা ০৫ ফুট ০৬ ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীর উচ্চতা ০৫ ফুট ০২ ইঞ্চি ।

* পুরুষ প্রার্থীর ওজন ৪৯.৮৯ কেজি আর মহিলা প্রার্থীর ওজন ৪৭.১৭ কেজি হতে হবে।

 

*অবিবাহিত হতে হবে।

*আবেদনকারীদের অবশ্যই সাঁতার জানতে হবে

এসএমএসের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া

প্রার্থীগণ আগামী ১৫ অক্টোবর ২০২১ তারিখ ১০০০ ঘটিকা হতে ২৪ অক্টোবর ২০২১ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত । টেলিটক প্রিপেইড মােবাইল ফোন থেকে ইংরেজিতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। পুরুষ ও মহিলা প্রার্থীগণ টেলিটকের প্রিপেইড মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করুন।

BGB<Space>HSC PASS YEAR<Space>HSC BOARD KEYWORD<space>HSC ROLL <space>SSC PASS YEAR<space>SSC BOARD KEYWORD<space>SSC ROLL<space> HOME DISTIRICT CODE <space> UPAZILLA NAME SEND TO 16222

উদাহরণঃ BGB 2020 DHA236098 2018 DHA405698 40 MIRPUR SEND TO 16222

প্রার্থীদের এসএমএস (SMS) প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যােগ্য প্রার্থীদেরকে একটি পিন (PIN) নম্বর সম্বলিত এসএমএস।(SMS) টেলিটক নম্বরে প্রেরণ করা হবে। অযােগ্য প্রার্থীদের অযােগ্যতার কারণ এসএমএস (SMS) এ উল্লেখ থাকবে। | যােগ্য প্রার্থীদের পিন (PIN) নম্বর প্রাপ্তির পর ১৫০.০০ টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটক মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নবর্ণিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে

BGB<space>YES<space> PIN NUMBER <space>CONTACT MOBILE NUMBER (any mobile operator) SEND TO 16222

 উদাহরণঃ BGB YES 96409812 01********* SEND TO 16222


ভর্তি কার্যক্রমের ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ) টাকা কর্তন করা হবে বিধায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটকের প্রিপেইড মােবাইলের ব্যালেন্স এসএমএস (SMS) প্রেরণ চার্জসহ ন্যূনতম ১৬০.০০ (একশত ষাট) টাকা থাকা আবশ্যক। দ্বিতীয়বার এসএমএস (SMS) প্রাপ্তির পর প্রার্থীকে রেজিষ্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস (SMS) টেলিটক ও প্রার্থীর নিজস্ব মােবাইলে প্রেরণ করা হবে। ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর হারিয়ে/ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে টেলিটক প্রিপেইড মােবাইল হতে ১৬২২২ নম্বরে প্রেরণ করুন ঃ

BGB<space>SOLDIER<space>HELP<space>SSC BOARD KEYWORD<space> SSC ROLL <space> PASSING YEAR<space>HOME DISTRICT CODE <space> UPAZILLA NAME SEND TO 16222

উদাহরণঃ: BGB SOLDIER HELP DHA 405698 2012 40 MIRPUR SEND TO 16222