বেফাক ফলাফল

কওমি মাদরাসা (বেফাক) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২১: বেফাক ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আপনি যদি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) হিফজুল কোরআন ও ইলমুত তাজবিদ মারহালার পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকেন তাহলে আমাদের সাইটের মাধ্যমে আপনি ফলাফল দেখতে পারবেন। তাই আমাদের সাথেই থাকুন।

 বেফাক ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২১

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, সংক্ষেপে বেফাক, হলো বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বৃহত্তম বোর্ড। এটি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড নামেও পরিচিত। এটি ছাড়াও বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের ছোট-বড় আরো প্রায় আঠারোটি শিক্ষা বোর্ড আছে। বেফাকুল মাদারিস তাদের নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্টানের পাঠ্যসূচি প্রণয়ন, উন্নয়ন, বিভিন্ন স্তরভেদে পরীক্ষা গ্রহণ এবং সনদ প্রদানের কাজ করে। যাইহোক আজ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) হিফজুল কোরআন ও ইলমুত তাজবিদ মারহালার ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২১ প্রকাশিত হয়েছে। তাই আর দেরি না করে আমাদের সাইট থেকে দেখে নিন

বেফাক পরীক্ষার ফলাফল ২০২১

আপনি খুব সহজেই ইন্টারনেট এর মাধ্যমে যাতে বেফাক ফলাফল খুজে নিতে পারেন এ বিষয়ে নিচে আমরা বিস্তারিত আলোচনা করব।তবে তার জন্য অবশ্যই আপনাকে  নেট ব্যবহারকারী হতে হবে।

  • সর্বপ্রথম  বেফাকের ফলাফল ওয়েব সাইট  wifaqresult.com এ প্রবেশ করুন ও ফলাফল বাটনে ক্লিক করুন।
  • যখন রেজাল্ট পেজটি ওপেন হবে, সেখান থেকে প্রথমে আপনি ব্যক্তিগত ফলাফল/ মাদরাসাওয়ারী ফলাফল/মেধা তালিকা দেখতে পাবেন।
  • এখন ব্যক্তিগত ফলাফল অপশন সিলেক্ট করুন।
  • তারপর পরীক্ষার সন সিলেক্ট করুন।
  • এখন মারহালা এর ঘরে আপনার শ্রেণী সিলেক্ট করুন।
  • এখন আপনার রোল নাম্বার লেখুন।
  • সবশেষ নিচের ‘দাখিল করুন” বাটনে ক্লিক করে অপেক্ষা করুন ।

৪৩তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল ২০২১

বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার ফলাফলের সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে। এবছরগড় পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফজুল কোরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হজার ৮৭৬ জন ও ইলমুত তাজবিদ মারহালায় ৯২৬ অংশগ্রহণ করেন।২০১২ খ্রিষ্টাব্দের রিপোর্ট অনুযায়ী তাদের অধীনে বিশ হাজারেরও বেশি কওমি মাদরাসা রয়েছে। ১৯৩৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এর অফিস ছিল জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা। ১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত ছিল নয়া পল্টন, ঢাকা-১০০০; ২০০৬ সালের মাঝামাঝি সময়ে কাজলা (ভাঙ্গা প্রেস), যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪ এলাকায় জায়গা ক্রয়করে সেখানে বেফাকের কার্যক্রম শুরু করা হয়।

আপনি লেখাপড়া বিষয়ক সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ও ফেইজবুক পেজে লাইক দিন।
BD Circular zone Facebook Page