মোংলা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি

মোংলা বন্দর কর্তৃপক্ষ  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০: মোংলা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে এতে নিম্নবর্ণিত শর্তে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নিম্নে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা মোংলা বন্দর  এর নিমোক্ত ওয়েব সাইটে আবেদন করতে পারবেন: www.mpa.gov.bd।

মোংলা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

বেকারদের জন্য বিরাট সুখবর হল মোংলা বন্দর কর্তৃপক্ষ  তে  একটি নতুন নিয়োগ প্রদান করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ ৬টি পদে মোট ১৭৬ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে  যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আবেদন করবেন কিন্তু তার আগে আপনাকে মোংলা বন্দর চাকুরী বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে হবে।নিচের বিস্তারিত সকল তথ্য দেখুন আর সবার আগে আবেদন করে ফেলুন।


MPA-Job-Circular-2020-PDF-1

MPA-Job-Circular-2020-PDF-2

মোংলা বন্দর জব সার্কুলার ২০২০

প্রতিষ্ঠান / সংস্থার নাম মোংলা বন্দর কর্তৃপক্ষ
পদ সংখ্যা ১৭৬টি
আবেদনের শুরুর তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
কাজের ধরণ ফুলটাইম সরকারী চাকরী
আবেদনের ফি ১নং ক্রমিকের পদের ক্ষেত্রে ৫০০/- (পীচশত) টাকা, ২ থেকে ৪নং ক্রমিকের পদের ক্ষেত্রে-১০০/-(একশত) টাকা এবং ৫ থেকে ০৬ নং ক্রমিকের পদের ক্ষেত্রে -৫০/-(পঞ্চাশ) টাকা পরিশোধ করতে হবে।
চাকরির বিজ্ঞপ্তির সূত্র অনলাইন চাকরীর পোর্টাল / খবরের কাগজ।
ওয়েবসাইট www.mpa.gov.bd
l

 মোংলা বন্দর চাকুরী বিজ্ঞপ্তি ২০২০

পদের নাম শিক্ষাগত যোগ্যতা বেতন
ট্রাফিক অফিসার ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা ২য় শ্রেণীর স্নাতক (সম্মান)-সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী ২২,০০০-৫৩,০৬০
নিরাপত্তা উপ-পরিদর্শক *উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি/সমমান পরীক্ষায়।ন্যনতম জিপিএ ৩.৫০/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০/সমমান থাকতে হবে।

* নিরাপত্তা কাজে ০৩(তিন) বৎসরের অভিজ্ঞতা;

* অস্ত্র বিষয়ে আনসারের ৭০(সত্তর) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।

১০২০০-২৪৬৮০
মেকানিক (প্রকল্প) * কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০/সমমান থাকতে হবে।

* সংশ্লিষ্ট বিষয়ে ২(দুই) বৎসর মেয়াদী ট্রেড সার্টিফিকেট কোর্স পাস; এবং

* সংশ্লিষ্ট কাজে ০৩(তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

১০২০০-২৪৬৮০
ড্রাইভার/ ফর্কলিফট অপারেটর (প্রকল্প) *কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০/সমমান থাকতে হবে।

* হেভি মোটর ড্রাইভিং এর বৈধ লাইসেন্স থাকিতে হইবে; এবং

*ক্রেন চালক হিসাবে ০৩(তিন) বৎসরের চাকুরী।

১০২০০-২৪৬৮০
নিরাপত্তা হাবিলদার * মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.৫০/সমমান থাকতে হবে।

*অস্ত্র বিষয়ে আনসারের ৭০(সত্তর) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।

৮৮০০-২১৩১০
নিরাপত্তা প্রহরী * মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.৫০/সমমান থাকতে হবে।

*অস্ত্র বিষয়ে আনসারের ৭০(সত্তর) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।

৮২৫০-২০০১০

মোংলা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি

প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ১০/১০/২০২০ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পরিচালক (প্রশাসন),মোংলা বন্দর কর্তৃপক্ষ, ডাকঘর-মোংলা ৯৩৫১, জেলা-বাগেরহাট বরাবর পৌছাতে হবে।

আপনি যদি আরোও সরকারি, বেসরকারি ও ব্যংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খবরাখবর জানতে চান তাহলে আমাদের ওয়েব সাইট BD CIRCULAR ZONE কে সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেইসবুক পেজে লাইক দিন।
BD Circular zone Facebook Page