পলিটেকনিক ভর্তি ২০২১ -২০২২ । সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ -২০২২ । বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পলিটেকনিক ভর্তি ২০২১ এর আবেদন btebadmission.gov.bd এর মাধ্যমে করা যাবে । পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি 2021 বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ভর্তির বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি তবে আশা করি বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশিত হবে যখন বিটিইবি সার্কুলার ২০২১ টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে- btebadmission.gov.bd তখন আমরা আমাদের সাইটে আপডেট করব তখন আপনি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত তথ্য জানতে সক্ষম হবেন। সুতরাং আমাদের সাথে থাকুন।
ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
আপনাকে স্বাগতম আমরা পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে একটি নতুন পোস্ট আপনার কাছে নিয়ে এসেছি। আমরা আশা করি এটি পলিটেকনিক অ্যাডমিশন সার্কুলার সম্পর্কে সমস্ত তথ্য জানতে আপনাকে সহায়তা করবে। এসএসসি ফলাফলের পরে কিছু শিক্ষার্থী পলিটেকনিক ডিপ্লোমা শিক্ষার দিকে যেতে চান তবে বেশিরভাগ শিক্ষার্থীরই এ সম্পর্কে স্পষ্ট ধারণা নাই । আমাদের পোস্ট পড়ে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি 2021 সম্পর্কে বেশিরভাগ শিক্ষার্থীর পর্যাপ্ত জ্ঞান হবে।সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ১ম ও ২য় শিফটে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অন-লাইনে আবেদন করতে পারবে নিম্নলিখিত শর্ত শাপেক্ষে।
ভর্তির শিক্ষাগত যোগ্যতা
- যেকোন সালে এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ ।
- ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা ।
- মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা ।
- ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে কমপক্ষে ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আবেদন ফি:
ভর্তিচ্ছু প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৬০/- (একশত ষাট টাকা) টেলিটক/রকেট/শিওরক্যাশ/বিকাশ এর মাধ্যমে জমা দিতে হবে।
পলিটেকনিক ভর্তি বাতিল হতে পারে যা না জানলে
পলিটেকনিকে Waiting লিস্টে থাকা শিক্ষার্থীদের করণীয়
ভর্তি তথ্য ২০২১
পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য সকল তথ্য নিম্নে তুলে ধরা হল।
- ভর্তির আবেদন পক্রিয়া শুরু: ০৮ জনুয়ারী ২০২২ থেকে ১৭ জনুয়ারী ২০২২
- ফলাফল: ২৫ ফেব্রুয়ারী ২০২২
- নিশ্চায়নের সময়সীমা: ২৫ ফেব্রুয়ারী ২০২২ থেকে ০১ মার্চ ২০২২
পলিটেকনিক ভর্তি ২০২১ -২০২২
BTEB পলিটেকনিক ভর্তি ২০২১ -২০২২ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদনের পদ্ধতি ও নিয়মাবলী :
- প্রথমে btebadmission.gov.bd অথবা www.bteb.gov.bd অথবা www.techedu.gov.bd অথবা www.tmed.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম (Application form) যথাযথভাবে পূরণ করতে হবে।
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস.এস.সি. উত্তীর্ণ আবেদনকারীদের নম্বরপত্রের সত্যায়িত কপি ও পাসপাের্ট সাইজের ২কপি সত্যায়িত রঙ্গিন ছবিসহ নির্ধারিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.btebadmission.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে।
- যাবতীয় তথ্য দ্বারা আবেদন ফরমটি ফিলাপ করে প্রিন্ট কপি ও সকল কাগজপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের পুরাতন ভবনের ৪১২ নং কক্ষে সরাসরি অথবা খামে ভর্তিকোটার আবেদন লেখাসহ নিম্নস্বাক্ষরকারীর বরাবর ডাকযােগে পৌছানাে নিশ্চিত করতে হবে।
পলিটেকনিক ভর্তি ফি:
অন-লাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৫ (পনের) টি টেকনোলজি/ট্রেড/স্পেশালাইজেশন -এ আবেদন করা যাবে। অন-লাইনে প্রতি শিফটের জন্য মাত্র একবারই আবেদন করা যাবে। তবে অতিরিক্ত পছন্দের ক্ষেত্রে যে কোন প্রতিষ্ঠান ও যে কোন বিষয় নির্বাচন করা যাবে। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবে।
বিবরণ | টাকা |
রেজিস্ট্রেশন ফি | ২০০ |
রোভার স্কাউট ফি | ১৫ |
রেড ক্রিসেন্ট ফি | ২০ |
সরকারি পলিটেকনিক ও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ভর্তির জন্য ৩৮৫/- টাকা এবং অন্যান্য সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তি জন্য ২৩৫/- টাকা+অনলাইন পেমেন্ট চার্জ ৩.০০ টাকা মোট (২৩৫+৩)=২৩৮/- টাকা প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চায়ন করতে হবে। তবে শর্ত থাকে যে, কোন শিক্ষার্থীর পাঠ বিরতি থাকলে, বিলম্বে ভর্তি হলে এবং শাখা/বিষয় পরিবর্তন করলে তার নিকট হতে উপরিউক্ত ফি এর অতিরিক্ত ফি গ্রহণ করা যাবে।
এইচ এস সি /সমমান শিক্ষা ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবে:
বিবরণ | টাকা |
রেজিস্ট্রেশন ফি | ১২০ |
ক্রীড়া ফি | ৩০ |
রোভার /রেঞ্জার ফি | ১৫ |
রেড ক্রিসেন্ট ফি | ২০ |
বিজ্ঞান ও প্রযুক্তি ফি | ০৭ |
বার্ষিক ক্রীড়া মঞ্জুরী ফি | ২০০ |
ফি জমা দেয়ার পদ্ধতি :
ক) টেলিটক মাধ্যমে ফি জমাদান পদ্বতি:
টেলিটক মােবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি.পরীক্ষার রােল নম্বর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি. পাসের সন লিখে স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। ১ম শিফট (A), ২য় শিফট (B), উভয় শিফট (C) ।
উদাহরণঃ BTAD <Space>DHA<Space>123456< Space>2020<Space>A
ঢাকা শিক্ষা বোর্ড | DHA |
সিলেট শিক্ষা বোর্ড | SYL |
বরিশাল শিক্ষা বোর্ড | BAR |
চট্টগ্রাম শিক্ষা বোর্ড | CHI |
কুমিল্লা শিক্ষা বোর্ড | COM |
দিনাজপুর শিক্ষা বোর্ড | DIN |
যশাের শিক্ষা বোর্ড | JES |
রাজশাহী শিক্ষা বোর্ড | RAJ |
মাদ্রাসা শিক্ষা বোর্ড | MAD |
কারিগরি শিক্ষা বোর্ড | TEC) |
উন্মুক্ত শিক্ষা বোর্ড | BOU |
খ) রকেট এর মাধ্যমে ফি জমাদান পদ্ধতি:
রকেট একাউন্ট আছে এমন মােবাইল ফোন থেকে পেমেন্ট করার জন্য *322# ডায়াল কর নিম্নরূপ ধাপগুলাে অনুসরণ করতে হবে: মেনুতে Payment নির্বাচন করতে হবে। এরপর
ধাপ-১: Bill Pay নির্বাচন করতে হবে।
ধাপ-২: Successful SMS পাওয়ার জন্য নিজ রকেট একাউন্ট হলে Self/অন্য রকেট একাউন্ট হলে Other নির্বাচন।
ধাপ-৩: যােগাযােগের জন্য মােবাইল নম্বর দিতে হবে।
ধাপ-৪: Other নির্বাচন করতে হবে।
ধাপ-৫: Biller ID (288) ইনপুট দিতে হবে।
ধাপ-৬: Bill Number: <শিফট><পাসের সন><বাের্ড কোড><রােল নম্বর>এন্ট্রি দিতে হবে (স্পেস দেওয়ার প্রয়ােজন নেই)।
ধাপ-৭: Amount #150/300 টাকা এন্ট্রি দিতে হবে।
ধাপ-৮ : Pin Number চাইলে ঐ রকেট একাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে। Payment সফল হলে Successful SMS প্রদর্শিত হবে।
গ) শিওরক্যাশ এর মাধ্যমে ফি জমাদান পদ্বতি:
যে সকল মােবাইল ফোনে শিওরক্যাশ চালু আছে- সে সকল মােবাইল ফোন প্রথমে এ *495# ডায়াল করতে হবে।
ধাপ-১: শিওরক্যাশ এর মেনু পেতে *৪৯৫# ডায়াল করে, PAYMENT অপশন নির্বাচন করতে হবে
ধাপ-২: পেমেন্ট Keyword: DTE লিখতে হবে ।
ধাপ-৩: স্টুডেন্টকে লিখতে হবে: শিক্ট><পাশের সন><বাের্ড কোর্ড><রােল নম্বর>
ধাপ-৪: স্টুডেন্ট এর মােবাইল নাম্বার লিখতে হবে।
ধাপ-৫: মােবাইলে Amount: Tk. 150/300 প্রদর্শিত হবে এবং মােবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করুন।
ধাপ-৬: পেমেন্ট সফল হলে TXN নাম্বার সহ Successful Massage প্রদর্শিত হবে।