একাদশ শ্রেণী কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

এইচএসসি ভর্তি 2022. একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ শিক্ষাবর্ষে  কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত ওয়েবসাইটের ঠিকানায় www.xiclassadmission.gov.bd প্রকাশ করা হয়েছে । তোমরা যারা এ বছর এস এস সি ও সমমানের পরীক্ষায় পাশ করেছ তোমদের পচ্ছন্দের কলেজে ভর্তি হতে পারবে ।ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে । একাদশ শ্রেণী ভর্তি এইচএসসি ভর্তি 2022 বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল নিম্নে সুচারু রুপে প্রকাশ করা হল।

একাদশ শ্রেণী কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

অন্যান্য বছরের মত এ বছরও ভর্তির জন্য কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এস.এস.সি, বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি এবং সর্বনিম্ন ০৫টি  কলেজে অনলাইনে আবেদন করতে পারবে । আবেদন করার পর কলেজ কর্তুপক্ষ কর্তৃক সকল যোগ্যতার মাপকাঠিতে যে যোগ্য তাকেই ভর্তির জন্য বাছাই করা হবে ।(ইংরেজীতে দেখুন)

এইচএসসি ভর্তি টাইমলাইন
  • আবেদন শুরু : ০৮ জানুয়ারী ২০২২
  • আবেদনের শেষ : ১৫ জানুয়ারী ২০২২
  • আবেদন ফি :  ১৫০/-  টাকা
  • আবেদন যাচাই বাছাই : ২২ ও ২৩ জানুয়ারী ২০২২
  • ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ : ২৯ জানুয়ারী ২০২২
  • ১ম পর্যায়ে সিলেকশন নিশ্চায়ন : ২৯ জানুয়ারী থেকে ০৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২য় পর্যায়ের আবেদন গ্রহণ : ০৬ ও ০৭ ফেব্রুয়ারী ২০২২
  • পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ  : ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ : ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২য় পর্যায়ের সিলেকশন নিশ্চায়ন : ১১ ও ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩য় পর্যায়ের আবেদন গ্রহন : ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ : ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ :  ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩য় পর্যায়ের Selection নিশ্চায়ন :১৬ ও ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ভর্তি : ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ক্লাশ শুরু : ০২ মার্চ ২০২২
  • আবেদন লিংক: www.xiclassadmission.gov.bd

কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

যারা এইচএসসি তে ভর্তি হওয়ার জন্য অধীর অগ্রহে ছিলে তাদের জন্য সুখবর কারণ ইতিমধ্যে কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ পেয়েছে।আবেদন শুরু ০৮ জানুয়ারী ২০২২ এবং আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারী ২০২২।তাই আর দেরি নয় সঠিক সময়ের মধ্যেই আবেদন করুন।

আরও পড়ুন : এইচএসসির সকল বিভাগের বই ডাউনলোড করুন

আবেদনের যোগ্যতা

  • ২০১৯, ২০২০, ২০২১ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ ।
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে২০১৯, ২০২০, ২০২১ সালে এস.এস.সি, বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ।
  • ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে।
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ ২২ বছর।
  • অনলাইন এবং এস.এম.এস. উভয় পদ্ধতিতে সর্বোচ্চ ১০(দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।
  • একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে;

শাখা নির্বাচন

  • বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ যেকোনো বিভাগে ভর্তি হতে পারবেন।
  • মানবিক বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ মানবিক বিভাগের পাশাপাশি ব্যবসায় শিক্ষা বিভাগেও ভর্তি হবে পারবেন।
  • ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগের পাশাপাশি মানবিক বিভাগেও ভর্তি হতে পারবেন।

আরও পড়ুন : সকল কলেজের EIIN Number দেখুন

কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

কলেজ ভর্তি নোটিশ বা বিজ্ঞপ্তি 2021-22 এখানো প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়ার সাথে সাথে এখানে যুক্ত করা হবে।

https://i.imgur.com/WrY86i7.jpg


https://i.imgur.com/IW7rGM7.jpg

https://i.imgur.com/vcwuDt6.jpg


https://i.imgur.com/LkB0PPj.jpg

https://i.imgur.com/nOF6d9m.jpg

অনলাইনে ভর্তি

শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে অথবা টেলিটক মোবাইলে এস.এম.এস, এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা: www.xiclassadmission.gov.bd। তবে যেসকল ভর্তিচ্ছু শিক্ষার্থী ইতিপূর্বে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত  হয়নি  তারা একটি  সময়সীমার মধ্যে ২য় পর্যায়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন

l

প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি

ভর্তির জন্য কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এস.এস.সি, বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। বিভাগীয় এবং জেলা সদরের কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ১০০% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।

  • মেধার ভিত্তিতে ভর্তির পরে যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কোন আবেদনকারী থাকে তাহলে মােট আসনের অতিরিক্ত ৫% মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য,
  • ৩% বিভাগীয় এবং জেলা সদরের বাইরের শিক্ষার্থীদের জন্য,
  • ২% শিক্ষা মন্ত্রণালয় এর অধ:স্তন দপ্তরসমূহ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারি ও স্ব স্ব প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের জন্য,
  • ০.৫% বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বি.কে.এস.পি.) এর জন্য
  • ০.৫% প্রবাসীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। উপযুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায় তবে এ আসন কার্যকরী থাকবে না।

বি:দ্র: মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। শিক্ষা, বি.কে.এস.পি, এবং প্রবাসীদের সন্তান কোটার ক্ষেত্রেও ভর্তির সময় উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে। যে সকল শিক্ষার্থী প্রতিবন্ধী হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল মাত্র তারাই সংশ্লিষ্ট বাের্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদন ফি সংক্রান্ত তথ্যাবলী

  • অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫(পাঁচ)টি এবং সর্বোচ্চ ১০(দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে।
  • এস.এম.এস, এর মাধ্যমে প্রতি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য ১২০/- (একশত বিশ) টাকা আবেদন ফি প্রদান সাপেক্ষে একাধিক কলেজ/সমমানের প্রতিষ্ঠানে পর পর পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে।

আপনার কলেজে ভর্তি বিষয়ক আরো তথ্য জানার প্রয়োজন হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের একটি ফেইজবুক পেজ আছে এতে লাইক দিন। আজ আর নয় , খুব তারাতারি নতুন কোন আর্টিকেল নিয়ে হাজির হব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
BD Circular zone Facebook Page