pwd job circular

গণপূর্ত অধিদপ্তর চাকরি ২০২০: গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ স্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নলিখিত শূন্য পদ সমুহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করছে।আগ্রহী প্রার্থীরা নিম্নবর্ণিত পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ গণপূর্ত অধিদপ্তর নিয়োগ ২০২০ বিস্তারিত দেওয়া হল (pwd Job Circular 2020)

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

সমরাস্ত্র কারখানা  শূন্য পদসমূহে সরকারি বিধি মোতাবেক জনবল নিয়োগ দেবে।সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন। বেকারদের জন্য এটি খুবই আনন্দের সংবাদ যে গণপূর্ত অধিদপ্তর এর কার্যালয় ৬ টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, গণপূর্ত অধিদপ্তর চাকরি, গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০.

গণপূর্ত অধিদপ্তর জব সার্কুলার ২০২০

প্রতিষ্ঠান / সংস্থার নাম গণপূর্ত অধিদপ্তর
আবেদন শুরুর সময় ১০ নভেম্বর ২০২০ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২০ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের ফি ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক pwd.teletalk.com.bd

সব ধরনের চাকুরীর খবর জানতে আমাদের ফেইজবুক গ্রুপে join  করুন।সাম্প্রতিক সকল চাকুরির খবর 

গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

চাকুরী প্রত্যাশীদের জন্য এটা খুবই সুসংবাদের বিষয় যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা কর্তৃপক্ষ একটি বিশাল নিয়োগ প্রদান করেছে যাতে মোট পদ সংখ্যা ১৬৯ সুতরাং বলা যেতে পারে বেকারদের জন্য এটি বিরাট সুখবর ।অনলাইনে আবেদন শুরু হবে ১০ নভেম্বর ২০২০ সকাল ১০:০০ টা থেকে আর এ আবেদন চলবে পুরো এক মাস পর্যন্ত অর্থাৎ আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২০ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।সুতরাং চাকুরী প্রত্যাশীরা আপনারা Public Works Department Job Circular 2020 টি ভাল করে পড়ে যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে তারা আবেদন করে ফেলুন।

গণপূর্ত  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০


গণপূর্ত অধিদপ্তর teletalk আবেদন নিয়ম

  • আগ্রহী প্রার্থীরা গণপূর্ত অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০এর ওয়েবসাইট  pwd.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • ওয়েব সাইটে প্রবেশ করে ফরম টি  সাফল্যজনকভাবে পূরণ করতে হবে।
  • Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গণপূর্ত অধিদপ্তর SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।  নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিন্মােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে জমা দিবেন।

প্রথম SMS:

PWD <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: PWD ABCDEF

Reply: Applicant’s Name, TK- 56 will be charged as application fee. Your PIN is *********. To pay fee Type PWD <Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS:

PWD <space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: PWD YES *********.

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for PWD Application for ********* User ID is (ABCDEF) and Password (*********)

আপনি যদি আরোও সরকারি, বেসরকারি ও ব্যংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খবরাখবর জানতে চান তাহলে আমাদের ওয়েব সাইট BD CIRCULAR ZONE কে সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেইসবুক পেজে লাইক দিন।
BD Circular zone Facebook Page