জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ । জাবি ভর্তি সার্কুলার 2020-21 বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট  ju-admission.org তে প্রকাশ করা হয়। এই পোষ্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, আবেদন যোগ্যতা, বিষয়ভিত্তিক আসন সংখ্যা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি রাজধানী থেকে ৩২  কিলোমিটার দূরে অবস্থিত। স্বাধীনতার পূর্বে ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে ১২  জানুয়ারি এর যাত্রা শুরু হয়। ফারজানা ইসলাম দেশের প্রথম নারী উপাচার্য, তিনি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে জাবিতে যোগ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির রাজধানী হিসাবে পরিচিত।যদি আপনি সৌন্দর্য এবং সংস্কৃতি উপভোগ করতে চা্ন এবং নিরাপদ থাকতে চান তবে আপনাকে জাবির জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে পরিক্ষা দিতে আসতে হবে জাবিতে নির্দিষ্ট সময়ে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি টাইমলাইন
  • আবেদনের শুরু: ২০ জুন ২০২১
  • আবেদনের শেষ তারিখ: ১৪ আগষ্ট ২০২১ (বর্ধিত)
  • ছবি ও স্বাক্ষর আপলোড: ০২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২১
  • ভর্তি পরীক্ষা: ০৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২১
  • প্রবেশপত্র: চলমান
  • ভর্তির ওয়েবসাইট লিংক: juniv-admission.org

জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্যতা রাখেন তবে বিশ্ববিদ্যালয় আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং, প্রথমত আপনাকে আবেদন পদ্ধতি জানতে হবে।য়ার কিভাবে তা করবেন সেটা জানাতে এবং  আপনাকে সাহায্য করার জন্য আমরা আছি এখানে। তাহলে চলুন শুরু করি।আবেদন পদ্ধতি সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক হয়ে থাকে। জাবি ভর্তি পরীক্ষা ২০২১ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ।

জাবি ভর্তি পরীক্ষার তারিখ 

তারিখ

 ইউনিটের নাম

০৭ ও ০৮ নভেম্বর ২০২১ A ইউনিট

গানিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ

০৯ ও ১০ নভেম্বর ২০২১ D ইউনিট

জীববিজ্ঞান অনুষদ

১১ নভেম্বর ২০২১ H ইউনিট – আইআইটি

G ইউনিট – আইবিএ

১৪ নভেম্বর ২০২১ B ইউনিট

সমাজবিজ্ঞান অনুষদ

১৫ নভেম্বর ২০২১ F ইউনিট – আইন অনুষদ

I ইউনিট – বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য

১৬ নভেম্বর ২০২১ E ইউনিট – বানিজ্য অনুষদ

C1 ইউনিট – কলা ও মানবিক অনুষদ ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা)

১৮ নভেম্বর ২০২১ C ইউনিট – কলা ও মানবিক অনুষদ

অনুষদ ও বিষয় পরিচিতি

ভর্তির পরীক্ষার আগে একটি ছাত্র নিজ নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা উচিত। কারণ ভর্তি প্রস্তুতি এক ধরনের। জেইউতে নয়টি ভর্তি ইউনিট রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদ এবং তিনটি ইনস্টিটিউট রয়েছে। শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ের কতগুলি বিষয় বা কতগুলি অনুষদ জানতে হবে। আপনি বিষয় এবং অনুষদ সম্পর্কে জানেন যখন আপনি আপনার পছন্দের বিষয় এবং অনুষদ ঠিক করতে হবে। আজ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয় ও অনুষদের তথ্য সংগ্রহ করি। তাই আরো ভূমিকা যাক শুরু করা যাক …

ইউনিট এ:  গণিত ও পদার্থ বিজ্ঞান অনুষদ

  • গণিত বিভাগ
  • পরিসংখ্যান বিভাগ
  • রসায়ন বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • ভূতাত্বিক বিজ্ঞান বিভাগ
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • পরিবেশ বিজ্ঞান বিভাগ 

ইউনিট বি:  সামা বিজ্ঞান অনুষদ

  • অর্থনীতি বিভাগ
  • নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগ
  • নৃবিজ্ঞান বিভাগ
  • ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
  • সরকার ও রাজনীতি বিভাগ
  • লোক প্রশাসন বিভাগ

ইউনিট সি:  কলা ও মানবিকী অনুষদ

  • আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • দর্শন বিভাগ
  • নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
  • প্রত্নতত্ত্ব বিভাগ
  • বাংলা বিভাগ
  • সাংবাদিকতা এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
  • চারুকলা বিভাগ

 ইউনিট ডি:   জীববিজ্ঞান বিষয়ক অনুষদ

  • উদ্ভিদবিজ্ঞান বিভাগ
  • প্রাণিবিদ্যা বিভাগ
  • ফার্মেসী বিভাগ
  • প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
  • মাইক্রোবায়োলজি বিভাগ
  • বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ                                                             

 ইউনিট ই:   ব্যবসায় শিক্ষা অনুষদ

  • ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ
  • ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ

 ইউনিট ফল:  আইন অনুষদ

  • আইন ও বিচার বিভাগ

ইনস্টিটিউট

ইউনিট জি:  ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট

ইউনিট এইচঃ    ইনফরমেশন টেকনোলজি

ইউনিট আইঃ  বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট

ইউনিট ভিত্তিক আবেদন ফি

ইউনিটের নাম ফরম মূল্য (অ্যাপ্লিকেশন ফি)
এ, বি, সি, ডি এবং ই ইউনিট ৬০০ টাকা
সি 1, এফ, জি, এইচ এবং আই ইউনিট ৪০০ টাকা


জাবি ভর্তি পরীক্ষা নূন্যতম যোগ্যতা

অন্য সব জায়গার মতোই জাবিতে শিক্ষার্থী নেয়ার জন্য কিছু নিয়ম আছে। জাবিতে ভর্তির জন্য ২য় বার আবেদন করা যাবে। আজ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২০-২১ অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য আমরা সব ইউনিট এর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব। উল্লেখ্য, ১ম বারের সাথে সাথে ২য় বারের ছাত্র ছাত্রী্রাও ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।

A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ)

গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এ ভর্তি পরীক্ষার আবেদনের জন্য  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।  ভর্তির ক্ষেত্রেও বিষয়ভিত্তিক যোগ্যতা থাকতে হবে ।

বিষয় জিপিএ  বিশেষ যোগ্যতা
গণিত মোট জিপিএ ৭.৫০ গণিতে A- (মাইনাস) গ্রেড
পরিসংখ্যান মোট জিপিএ ৭.৫০ পরিসংখ্যান/গণিতে B গ্রেড
রসায়ন মোট জিপিএ ৮.০০ রসায়নে A এবং গণিতে B গ্রেড।
পদার্থবিজ্ঞান মোট জিপিএ ৮.০০ পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড।
ভূতাত্ত্বিক বিজ্ঞান মোট জিপিএ ৮.০০ পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং মোট জিপিএ ৮.৫০ পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড
পরিবেশ বিজ্ঞান মোট জিপিএ ৮.৫০ গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A (মাইনাস) গ্রেড

B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)

সমাজবিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে । তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।

অর্থনীতি (ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মোট জিপিএ ৮.০০ ইংরেজি ও গণিতে A- (মাইনাস) গ্রেড।
খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা |

অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০

বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
ভূগোল ও পরিবেশ (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০ বাংলা/ইংরেজিতে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা

অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০

বাংলা/ইংরেজিতে B গ্রেড
সরকার ও রাজনীতি (ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মোট জিপিএ ৮.০০ বাংলায় A- (মাইনাস) এবং ইংরেজিতে B
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা

অন্যান্য শাখা: মোট  জিপিএ ৭.০০ গ্রেড

বাংলায় A- (মাইনাস) এবং ইংরেজিতে B
নৃবিজ্ঞান (ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি অন্যান্য শাখা: মোট জিপিএ ৮.০০ বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা

অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০

বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
নগর ও অঞ্চল পরিকল্পনা (ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা:  মোট জিপিএ ৮.০০ গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা

অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০

গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
লোক প্রশাসন (ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান অন্যান্য শাখা:  মোট জিপিএ ৮.০০ ইিংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা

অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০

ইিংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
l

C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)

কলা ও মানবিকী অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।

বাংলা (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মোট জিপিএ ৭.০০ বাংলায় A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০ বাংলায় A- (মাইনাস) গ্রেড
ইংরেজি

 

(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মোট জিপিএ ৭.৫০ ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মোট জিপিএ ৮.০০ ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
ইতিহাস (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মোট জিপিএ ৬.৫০ বাংলা ও ইংরেজিতে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা।/অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০ বাংলা ও ইংরেজিতে B গ্রেড
দর্শন

 

(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.০০ বাংলা ও ইংরেজিতে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষাঅন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০| বাংলা ও ইংরেজিতে B গ্রেড
প্রত্নতত্ত্ব

 

(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা:  মোট জিপিএ ৬.৫০ বাংলা ও ইংরেজিতে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০ বাংলা ও ইংরেজিতে B গ্রেড
আন্তর্জাতিক সম্পর্ক (ক)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০ ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মোট জিপিএ ৮.০০ ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ (ক)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০ বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মোট জিপিএ ৮.০০ বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড

C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ)

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে কিছু বিশেষ যোগ্যতা থাকতে হবে ।

নাটক ও নাট্যতত্ত্ব (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মোট জিপিএ ৬.০০ বাংলাসহ অন্য যেকোন একটি বিষয়ে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মোট জিপিএ ৬.৫০ বাংলাসহ অন্য যেকোন একটি বিষয়ে B গ্রেড
চারুকলা উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৬.০০

 

বাংলায় B গ্রেড

D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)

জীববিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।

উদ্ভিদবিজ্ঞান মোট জিপিএ ৮.০০ জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
প্রাণিবিদ্যা মোট জিপিএ ৮.০০ জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
ফার্মেসী মোট জিপিএ ৮.৫০ রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে A- (মাইনাস) গ্রেড
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান মোট জিপিএ ৮.০০ রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
মাইক্রোবায়োলজি মোট জিপিএ ৮.৫০ রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং মোট জিপিএ ৮.৫০  রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A (মাইনাস) গ্রেড
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স মোট জিপিএ ৮.০০ রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) এবং গণিতে ৪ গ্রেড

E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)

বিজনেস স্টাডিজ অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।

ফিন্যান্স এন্ড ব্যাংকিং

 

(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা:  মোট জিপিএ ৭.৫০

(খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০

ইংরেজি এবং  গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় নীতি ও প্রয়োগে B গ্রেড
মার্কেটিং
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস
ম্যানেজমেন্ট স্টাডিজ

F ইউনিট (আইন অনুষদ):

আইন অনুষদে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির অবশ্যই নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।

আইন ও বিচার উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৮.০০ বাংলা ও ইংরেজিতে B গ্রেড

G ইউনিট -ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ-জেইউ)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবিএ তে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে এবং ভর্তির জন্য নিম্মোক্ত যোগ্যতা থাকতে হবে।

বিবিএ প্রোগ্রাম (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মোট জিপিএ ৮.৫০ গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ইংরেজি এবং ব্যবসায় শিক্ষা / অন্যান্য শাখা: মোট জিপিএ ৮.০০ হিসাববিজ্ঞান/অর্থনীতি/গণিত/ব্যবসায় নীতি ও প্রয়োগে A- (মাইনাস) গ্রেড

H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায়  ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং ভর্তির জন্য অবশ্যই নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।

ইনফরমেশন টেকনোলজি মোট জিপিএ ৮.০০ পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড

I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট):

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এবং ভর্তির জন্য নিম্মোক্ত যোগ্যতা থাকতে হবে।

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মোট  জিপিএ ৭.৫০ বাংলা ও ইংরেজিতে B গ্রেড
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মোট জিপিএ ৭.০০ বাংলা ও ইংরেজিতে B গ্রেড

 

 জাবি ভর্তি নোটিশ ২০২০-২১

জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ এখনো প্রকাশিত হয়েছে। যদি আপনার কোন তথ্যের প্রয়োজন হয় তবে জাবি ভর্তি বিজ্ঞপ্তি  টি দেখুন। 




অনলাইনের ভর্তি আবেদন পদ্ধতি  ju-admission.org

আপনি জানেন যে, সব বিশ্ববিদ্যালয় ভর্তি এখন অনলাইন ভিত্তিক। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মতো, আপনি জাবিতেও অনলাইনের মাধ্যমে ২০২০ সেশনের ভর্তির জন্য আবেদন করতে পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি,  ছাত্র ভর্তি জন্য আবেদন করতে পারেন, প্রবেশপত্র ডাউনলোড এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আসন পরিকল্পনা চেক করুন। জাবি ভর্তি লিঙ্ক ju-admission.org

আপনার যদি ইন্টারনেট সংযোগ থাকে তবে আপনি আপনার বাড়িতে বসেই ভর্তির জন্য আবেদন করতে পারেন। আপনি অনলাইন ভর্তি আবেদন পদ্ধতি জানেন না? তাহলে আপনি আমাদের দেয়া নির্দেশ অনুসরণ করতে পারেন।

আবেদনের জন্য তিনটি ধাপ আছে:

  1. আবেদনকারীর সঠিক তথ্য প্রদানের জন্য আপনাকে ‘বিল নম্বর’ সংগ্রহ করতে হবে।
  2. ডিবিবিএল ব্যবহার করে আপনাকে ফি দিতে হবে এবং ‘ট্রানজেকশন আইডি (txnid) সংগ্রহ করতে হবে অথবা আপনি বিকাশ দ্বারা অর্থ প্রদান করতে এবং txnid সংগ্রহ করতে পারেন।
  3. বিল নম্বর সংগ্রহ করার পর আপনাকে অবশ্যই ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং আবেদনকারীদের ছবি এবং সাইন আপলোড করতে হবে।তারপরে আপনাকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

নোট: আপনার লেনদেন আইডি / বিল নম্বর, পাসওয়ার্ড ফি দেয়ার পর ভুলবেন না। জাবি আপনাকে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড দেবে। এটি সংরক্ষণ করুন, এটি প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।

আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য:

  1. এসএসসি / এইচএসসি পাশের বছর
  2. বোর্ড এর নাম
  3. রোল নাম্বার
  4. রেজিস্ট্রেশন নম্বর
  5. মোবাইল নং এবং
  6. ইউনিট নাম

নোট: আপনি বিভিন্ন ইউনিটের জন্য আপনার একটি মোবাইল নম্বরই ব্যবহার করতে পারেন তবে একই ইউনিট এর জন্য একই নম্বর ব্যবহার করতে পারবেন না। তবে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন ফি জমার জন্য একই ডিবিবিএল / বিকাশ ব্যবহার করতে পারেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড ২০২০-২১

অনলাইন আবেদন শেষ হওয়ার পর জাবি কর্তৃপক্ষ জাবি ভর্তি নোটিশ ২০২০-২১ ঘোষণা করবে। প্রবেশপত্র ডাউনলোড করতে আপনি লগ ইন করতে বিল নম্বর এবং লেনদেন আইডি দিতে পারবেন। ওয়েবসাইটটিতে দুটি জিনিস আপলোড করা হবে:

  1. সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজ ছবি: ১ কপি (৩০০ × ৩০০ পিক্সেল)।
  2. আবেদনকারীদের সাইন ইন করুন: ৩০০ × ৮০ পিক্সেল এবং ৬০ কিলোবাইট।

এহুলোকে স্ক্যান করে জাবি ওয়েবসাইটে আপলোড করতে হবে।  এরপর প্রিন্টের উপর একটি ক্লিক করে প্রিন্ট করে নিন দুই কপি প্রবেশপত্র। একই ভাবে আপনি বাকি সব ইউনিটের প্রবেশপত্র পেতে পারেন।

জাবি ভর্তি পরিক্ষার আসন বিন্যাস এবং ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০-২১

  1. আপনি আপনার মোবাইল নম্বরটিতে একটি এসএমএস পাবেন যাতে পরীক্ষার কেন্দ্রের নাম, বিল্ডিং এর নাম এবং রুম নম্বর থাকবে।
  2. এটি জাবির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। আপনি চাইলে সেখানেও দেখতে পারেন।
  3. ফলাফল ওয়েবসাইটে এক দিনের মধ্যে প্রকাশিত হবে।আপনি তিন দিনের মধ্যে আপনার ফোনে একটি এসএমএস পাবেন যাতে ফলাফল উল্লেখ থাকবে। এটিও জাবি কতৃপক্ষ ই পাঠাবে।

আমরা আশা করি আপনি আমাদের জাবি ভর্তি পরীক্ষার তথ্য গুলোতে উপকৃত হয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

যদি আপনি জাবি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি 2020-21 সম্পর্কে কোন প্রশ্ন করতে চান তবে আপনি নীচের বিভাগে মন্তব্য করতে পারেন। ধন্যবাদ।