৯ম শ্রেণির এসাইনমেন্ট সমাধান

৯ম শ্রেণি এ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১ । ৯ম শ্রেণির এসাইনমেন্ট সমাধান ২০২১ মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd -তে  প্রকাশিত হয়েছে। ২০২০ সালের মত ২০২১ সালেও  এ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ প্রদান করা হয়েছে। আজকে আমরা নবম শ্রেণি এ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।

৯ম শ্রেণি এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১

আপনি কি ৯ম শ্রেণি সম্পর্কিত যেকোনো এসাইনমেন্ট  এর উত্তর খুঁজছেন? তাহলে আপনি একেবারে ঠিক জায়গায় এসেছেন। কারণ এখানে আপনি পাবেন নবম শ্রেণির সমস্ত বিষয়ে নিয়োগের ছবিগুলি আমরা ছবি এবং পিডিএফ আকারে প্রকাশিত করছি আপনাদের সুবিধার্থে। এখানে আপনি আরো দেখতে পাবেন আপনার শ্রেণি নিয়োগের প্রশ্ন গুলিও ।

৯ম শ্রেণির এসাইনমেন্ট সমাধান

এখানে আমরা প্রকাশ করছি ৯ম শ্রেণি এর এসাইনমেন্ট এর সকল সঠিক উত্তর ।আপনার সুবিধার্থে আপনি চাইলে সহজেই আপনার প্রশ্নের উত্তর দেখতে পারেন এবং তার পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন। এর ফলে একটি এসাইনমেন্ট তৈরি করতে আপনার সহজ লাগবে।

৮ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর

ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ৮ম সপ্তাহের নির্ধারিত কাজ প্রকাশ করেছে। এ সপ্তাহের জন্য বাংলা, কৃষি শিক্ষা/ গাহ্যস্থ বিজ্ঞান, অর্থনীতি এবং চারুকারু কলা বিষয়ের উপর এসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। সুতরাং আর দেরি না করে নিচের সকল বিষয়ের প্রশ্ন ও সমাধান দেখে নিন ।

বাংলা এসাইনমেন্ট 

বঙ্গবাণী ও কপােতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে” – মন্তব্যটির স্বপক্ষে তােমার যৌক্তিক মত উপস্থাপন কর।

উত্তর দেখুন

উচ্চতর গণিত এসাইনমেন্ট 

এমন দুইটি ত্রিমাত্রিক বহুপদী P(x) ও | Q(x) নির্ণয় কর যাদের একটি সাধারণ উৎপাদক (x – 2), ধ্রুবপদ 24 এবং অন্য উৎপাদকগুলাে একমাত্রিক। বহুপদী দুইটির একটিকে হর ও অপরটিকে লব ধরে গঠিত ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ কর।



কৃষি শিক্ষা এসাইনমেন্ট 

একজন ধানচাষী চটের বস্তায় ধানের বীজ সংরক্ষণ করে বীজতলায় বপন করলে খুব কম সংখ্যক বীজ অংকুরিত হয়। অন্যদিকে এক জন দুগ্ধ খামার মালিক বছরব্যাপী তার গাভীগুলােকে কাঁচা ঘাস সরবরাহ করেন। কিন্তু হঠাৎ বন্যার কারণে তার গাভীগুলাে মারাত্মক খাদ্য সংকটে পড়ে। উপরােক্ত ধানচাষী ও  দুগ্ধ খামারী কী কী ব্যবস্থা গ্রহণ করে , বীজ ও ঘাস সংরক্ষণ করলে এ সংকটে পড়তেন না। এ ব্যাপারে তােমার মতামতসহ একটি প্রতিবেদন তৈরি কর।

উত্তর খুব শীঘ্রই দেওয়া হবে ।

গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট 

বর্তমানে তােমার পরিবারে যে সকল সদস্য রয়েছেন তারা বিকাশের কে কোন পর্যায়ে অবস্থান করছেন তা শনাক্ত কর এবং তাদের বৈশিষ্ট্যগুলাে বর্ণনা কর। (নিচের প্রশ্নগুলাের ব্যাখ্যা কর।)

১। তােমার পরিবারে কে কে রয়েছে?

২। একটি ছকের মাধ্যমে তারা বিকাশের কে কোন পর্যায়ে রয়েছে তা উল্লেখ করে কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরাে।

৩। তুমি কি মনে কর তাদের পর্যায় অনুযায়ী যথাযথ আচরণ করছে? ব্যাখ্যা কর।

উত্তর খুব শীঘ্রই দেওয়া হবে ।

চারু কারু কলা এসাইনমেন্ট 

তােমার বাসায় যেসব কারুশিল্প রয়েছে, পেনসিলের মাধ্যমে সেগুলাের রেখাচিত্র অঙ্কন কর।

l

উত্তর খুব শীঘ্রই দেওয়া হবে ।

অর্থনীতি এসাইনমেন্ট 

আমরা কি উৎপাদন করবাে? উৎপাদনে কি প্রযুক্তি ব্যবহার করবাে? উৎপাদিত পণ্য কাদের জন্য প্রযােজ্য? – এই প্রশ্নগুলাের উত্তর প্রদানই হচ্ছে একেক দেশের, একেক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ। এ সম্পর্কে ৩০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখ ।

উত্তর খুব শীঘ্রই দেওয়া হবে ।

আমরা এখানে চেষ্টা করেছি অ্যাসাইনমেন্টের  প্রতিটি বিষয়ের জন্য ধাপে ধাপে সহজভাবে আলোচনা করতে এবং এটাতে আশা করি আমরা সফল ও হয়েছি  সুতরাং আপনি আমাদের এখান থেকে আপনার ক্লাসের সমস্ত বিষয়ের নিয়োগের উত্তর সংগ্রহ করতে পারেন। তারপরে আপনি নিজে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কার্যভারের উত্তরগুলি ডাউনলোড করুন আমাদের ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.