মেডিকেল ভর্তি ফলাফল 2019-2020

মেডিকেল ভর্তি ফলাফল ২০২২-২৩ । এমবিবিএস ভর্তি রেজাল্ট  খুব শীঘ্রই প্রকাশিত হবে  । আপনি যদি মেডকেল ভর্তি পরীক্ষার্থী হন এবং মেডিকেল রেজাল্ট ২০২৩ পেতে চান তাহলে এই পোষ্টটি সম্পর্ণ পড়ুন । আশা করি কয়েকদিনের মধ্যে এমবিবিএস ফলাফল ২০২২-২০২৩ প্রকাশিত হবে।

মেডিকেল ভর্তি ফলাফল ২০২২-২০২৩

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস  প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে শুক্রবার অনুষ্ঠিত হয়।এমবিবিএস ভর্তি পরীক্ষার মোট নম্বর ছিল ১০০ । পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর ছিল।  প্রতি বছরের মত এবারও ভর্তি পরীক্ষায় পাস নম্বর নির্ধারন করা হয়েছে  ৪০।

এমবিবিএস ভর্তি রেজাল্ট ২০২৩

নির্দিষ্ট সূত্রে জানা যায় যে, মেডিকেল ভর্তি  পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে  সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। মেডিকেল ভর্তি রেজাল্ট প্রকাশিত হলেও অনেকেই ফলাফল দেখতে পারছেন না কারন অধিকাংশ শিক্ষার্থীই আনঅফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট বের করার চেষ্টা করেছে । বেশির ভাগ শিক্ষার্থীই এমবিবিএস ভর্তি ফলাফল এর ওয়বসাইট  লিংক জােনে না । তাই আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে MBBS ভর্তি ফলাফল দেখা যায় সেটা দেখব–

MBBS / Medical  ভর্তি রেজাল্ট  – result.dghs.gov.bd

স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করে আপনি নিজের ফলাফলটি সন্ধান করতে পারেন। দ্রুত অ্যাক্সেসের জন্য আপনার ফলাফলটি নীচে থেকে সরাসরি এটি অনুসন্ধান করতে পারেন।

  • প্রথমে মেডিকেল ভর্তি ফলাফলের অফিশিয়াল ওয়েবসাইট  result.dghs.gov.bd এ যান।
  • এখন আপনি আপনার মাধ্যমটি “এমবিবিএস ফলাফল 2020-21” হিসাবে নির্বাচন করতে হবে।
  • এই পৃষ্ঠায় আপনি “রোল নম্বর” ফিল্ড পাবেন। এই বাক্সে আপনার মেডিকেল ভর্তি রোল নম্বর টাইপ করুন।
  • আপনার রোলটি একেবারে সঠিক কিনা তা নিশ্চিত করুন।
  • এখন “ফলাফল” বাটনে ক্লিক করুন।
  • এই পর্যায়ে আপনি পরীক্ষার সাথে সম্পর্কিত অন্যান্য তথ্যের সাথে আপনার ফলাফল দেখতে পারেন।

মেডিকেল ভর্তি ফলাফল পুন:মূল্যায়ন”, “পুন:নিরীক্ষণ”

আপনি যদি নিজের এমবিবিএস ফলাফলের জন্য সন্তুষ্ট না হন তবে আপনি আপনার ফলাফলকে চ্যালেঞ্জ জানাতে পারেন বা পুন:নিরীক্ষণ করতে পারেন। আপনি যদি আপনার ফলাফল.dghs.gov.bd ফলাফল 2019 পুনরায় পরীক্ষা করতে চান তবে আপনি নীচের ফরমেটটি অনুসরণ করতে পারেন।


আপনার  ফোনের ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন…

DGHS <SPACE> RSC <SPACE> ROLL NO. AND SEND IT TO 16222

FOR EXAMPLE: DGHS RSC 125489

এই এসএমএসটি সফলভাবে প্রেরিত হলে আপনি নতু আরেকটি এসএমএম পাবেন যেটাতে আপনার আবেদনটি কনফার্ম করার জন্য বলা হবে ।

DGHS <SPACE> RSC <SPACE> YES <SPACE> PIN AND SEND IT TO 16222

FOR EXAMPLE: DGHS RSC YES 4587

দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে এক ঘণ্টার এ পরীক্ষা। এমবিবিএসে ভর্তি পরীক্ষার অংশ নেওয়া পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনায় প্রশ্নপত্র নেওয়া ও উত্তরপত্র জমা নেওয়া, মুঠোফোন, ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, হাতঘড়ি বা পকেটঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ছাড়া আরও কিছু নির্দেশনা আছে শিক্ষার্থীদের জন্য।

মেডিকেল ভর্তি ফলাফল দেখতে সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *