হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

হলিক্রস এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২: হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হল www.hccbd.com।যে সকল শিক্ষার্থীরা হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের এ পোস্টটি পড়ুন। কেননা আমরা এখানে আবেদন ফরম পূরণ পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি ও যাবতীয় সকল তথ্য এখানে পাবেন।

হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশের একটি স্বনামধন্য কলেজ হল হলিক্রস কলেজ  । তাই যে সকল মেয়েরা ভাল ফলাফল করেছে তারা এ কলেজে পড়ার ইচ্ছা পোষণ করে। অনেকেই অবগত আছে আবার অনেকেই এ কলেজ সম্পর্কে তেমন অবগত নেই।  হলিক্রস কলেজ মেয়েদের কলেজ  অন্য কথায় বলতে পারি হলি ক্রস কলেজ একটি ক্যাথলিক উচ্চ মাধ্যমিক কলেজ। এ কলেজ ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। সকল বিভাগেই এখানে পড়াশুনা করা যায় যেমন বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ।

গুরুত্বপূর্ণ তথ্য

  • হলিক্রস কলেজ EIIN নম্বর: ১৩১৯৬২
  • আবেদন শুরু:  ০৮ জানুয়ারি ২০২২ (বিকাল ৫টা)
  • আবেদনের শেষ দিন: ১১ জানুয়ারি ২০২২ তারিখ (রাত ১২টা)
  • অনলাইন আবেদন চার্জ: ২৬০/- (দুইশত ষাট টাকা
  • আবেদন লিংক: www.hccbd.com অথবা www.hcc.edu.bd

হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে হলিক্রস কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এ লক্ষেই আজ কলেজ কর্তৃপক্ষ হলিক্রস কলেজ ভর্তি সার্কুলার প্রকাশ করেছে।  লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। নিচে ভর্তি সংক্রান্ত সকল তথ্যাদি দেয়া হল।

No description available.

সার্কুলার ডাউনলোড করুন

আসন সংখ্যা:

  • বিজ্ঞান বিভাগ- ৭৮০
  •  ব্যবসায় শিক্ষা বিভাগ- ২৮০
  •  মানবিক বিভাগ- ২৭০

হলি ক্রস কলেজের ভর্তির জন্য আবেদনের যোগ্যতা

যারা হলি ক্রস কলেজে ভর্তি হতে চান তারা নিচের অংশটি মনযোগ দিয়ে পড়েন। তাহলে আবেদন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবেন।

  • বিজ্ঞান বিভাগ:  হলি ক্রস কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার জন্য ভর্তি ইচ্ছুদের জিপিএ ৫.০০ পেতে হবে। (এসএসসিতে অবশ্যই Higher Math. ও Biology থাকতে হবে।)
  • মানবিক বিভাগ:  মানবিক বিভাগ থেকে যারা পাশ করবে তাদের জন্য লাগবে ৩.০০
  • ব্যাবসায় শিক্ষা: যারা এ বছর ব্যাবসায় শাখায় ভর্তি হতে চান তাদের লাগবে ৪.০০।

তবে যারা গ্রুপ পরিবর্তন করতে চান তারা নিচের তথ্য দেখুন।

  • বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।
  • বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।


আবেদন পদ্ধতি: আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে  sites.google.com/view/hcca/ লিংক-এ ক্লিক করে অথবা কলেজ ওয়েবসাইট www.hccbd.com অথবা www.hcc.edu.bd – এ Admissions>Admission Application – এ ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে

আবেদন করুন

লিখিত পরীক্ষার বিষয়:

বিভাগ বিষয়
বিজ্ঞান বিভাগ বাংলা, ইংরেজি, ICT, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান।
মানবিক বিভাগ বাংলা, ইংরেজি, ICT, সাধারণ গণিত, ভূগােল, পৌরনীতি, অর্থনীতি ও ইতিহাস
ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা, ইংরেজি, ICT, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং

l

আরো দেখুন:

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

রাজউক উত্তরা কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশের অনান্য স্বনামধন্য আরোও কলেজের সংবাদ পেতে আমাদের ওয়েব সাইটি সাবস্ক্রাইব করুন ও ফেইজবুক পেজে লাইক দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *